অর্থমন্ত্রী

অর্থনৈতিক সংস্কারে সরকারের নেয়া উদ্যোগ কাজে লাগছে

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ০৫:১৫ পিএম

ঢাকা: অর্থনৈতিক সংস্কারে সরকারের নেয়া উদ্যোগগুলো কাজে লাগছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মানুষের মাঝে ধীরে ধীরে স্বস্তি ফিরলেও তিনি মনে করেন, যারা নেতিবাচক দৃষ্টিতে দেখে তারা খুশি না। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ওয়াল্ড ব্যাংক আইএমএফের বসন্তকালীন বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আগামী অর্থবছর বাংলাদেশের প্রবৃদ্ধি কমবে আইএমএফের এমন পূর্বাভাসে চিন্তার কিছু নেই বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

আইএমএফের ওয়াল্ড ইকোনমিক আউটলুক বলছে, আগামী দুই বছর অপরিবর্তিত ৩ দশমিক ২ শতাংশ হারে অর্জিত হবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি। তবে এসময় কিছু চাঙা হবে ইউরোপ আমেরিকার অর্থনীতি।

বাংলাদেশের ক্ষেত্রে সংস্থাটির পূর্বাভাস ২০২৩-২৪ এর জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশ থেকে কমে ২০২৪-২৫ এ হবে ৫ দশমিক ৭ শতাংশ। তবে জিডিপি প্রবৃদ্ধি কমলেও আইএমএফ বলছে, ধারাবাহিকভাবে কমবে মূল্যস্ফীতিও। তবে ঝুঁকি আছে, জ্বালানির দাম বৃদ্ধির।

এদিকে, আইএমএফের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে খুব একটা চিন্তিত নন অর্থমন্ত্রী মাহমুদ আলী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশ।

মানুষের মধ্যে ধীরে ধীরে স্বস্তি ফিরলেও যারা নেতিবাচক দৃষ্টিতে দেখেন তারা খুশি নন বলেও মনে করেন তিনি। অর্থনৈতিক উত্তরণের ধারা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

আইএ