বেস্ট হোল্ডিংসের সংশোধনীতে ইপিএস বাড়ল ২৭ শতাব্দী 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৭, ২০২৪, ১২:০১ পিএম

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেস্ট হোল্ডিংসের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৩-মার্চ ২০২৪) ব্যবসায় ১৫ শতাংশ শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছিল বলে জানিয়েছিল। তবে সেটা প্রকৃতপক্ষে বেড়েছে ২৭ শতাংশ। যা সংশোধনীর মাধ্যমে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বেস্ট হোল্ডিংসের চলতি হিসাব বছরের ৯ মাসে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৯ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৮৬ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.২৩ টাকা বা ২৭ শতাংশ।

তবে এর আগে কোম্পানিটির চলতি হিসাব বছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দেখানো হয়েছিল ০.৯৯ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৮৬ টাকা। এতে করে ইপিএস ০.১৩ টাকা বা ১৫ শতাংশ বেড়েছিল বলে জানানো হয়েছিল।

কোম্পানিটির গত ৩১ মার্চ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে সমন্বিতভাবে ৫৮.৮৮ টাকায়।

এআর