ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই ২৪ – ডিসেম্বর ২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। গত বছর একই সময়ে মুনাফা হয়েছিল ০৫ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই ২৪ – ডিসেম্বর ২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান হয়েছিল ২ টাকা ২২ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৫ টাকা ৫৩ পয়সা।
এএইচ/আইএ