বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা তুলবে সাউথইস্ট ব্যাংক

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ১০:২৯ এএম

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক পিএলসি ৫০০ কোটি টাকা মূল্যের সাব-অর্ডিনেট বন্ড ইস্যু করবে। 

রোববার (০৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় সাউথইস্ট ব্যাংক ৬ষ্ঠ সাব-অর্ডিনেট বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

এম