ঢাকা: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ও অরোরা স্পেশালাইজড হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক কর্পোরেট চুক্তি বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকায় স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সকল গ্রাহক, কমকর্তা-কর্মচারি ও তাদের পরিবারের সদস্যগণ অরোরা স্পেশালাইজড হাসপাতাল এর বিভিন্ন ধরণের সেবা গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক- এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম ও অরোরা স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সারওয়াত জাবিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন।
এ সময় ব্যাংকের ঢাকা দক্ষিণ জোন প্রধান মো. আবদুর রশিদ, মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান মো. ফরিদুর রাহমান জালাল, পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান নাজিম আনওয়ার, কাকরাইল শাখার ব্যবস্থাপক রহিম খানসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এআর