ঢাকা: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) ২০২৫-২০২৬ মেয়াদের জন্য সাঈদ আহমেদ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারী) সংগঠনটির ২১৯ তম নির্বাহী সদস্যদের ১২ ভোটে পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।
বীমা মালিকদের সংগঠন বিআইএ’র নির্বাহী কমিটির ২০২৫-২০২৬ সেশনের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বর। তিনি গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান এবং আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান।
সাঈদ আহমেদ বাংলাদেশ চেক টেকনোলজি লিমিটেড, পিউরিটি ফুডস লিমিটেড এবং গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বশীল পদে আছেন। এছাড়াও তিনি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান হিসেবে দুটি মেয়াদে অর্থাৎ ২০১০-১১ এবং ২০১৮-১৯ এর জন্য দায়িত্ব পালন করেছেন।
[244579]
এছাড়াও, তিনি ভ্যানটেজ সিকিউরিটিজ লিমিটেড, সিটি হোমস লিমিটেড, আল তাইয়ের ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যানও।
তার পেশাগত ও ব্যবসায়িক সম্পর্ক বৈচিত্র্যময়। তিনি আহমেদ শিপিং লাইনস, আহমেদ ইনল্যান্ড শিপিং এজেন্সি, এ কে ইন্টারন্যাশনাল এবং আহমেদ এয়ারওয়েজ সার্ভিসেসের স্বত্বাধিকারী। এছাড়া তিনি পদ্মা ব্যাংক লিমিটেডের (সাবেক ফারমার্স ব্যাংক লিমিটেড) একজন স্পন্সর শেয়ারহোল্ডার এবং সাবেক ইসি চেয়ারম্যান। সাঈদ আহমেদ বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য। এর আগে তিনি এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
সাঈদ আহমেদ বিভিন্ন সামাজিক ক্লাব এবং সেবামুখী প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন, ঢাকা ক্লাব লিমিটেড, গুলশান সোসাইটি, উত্তরা ক্লাব লিমিটেড, কুর্মিটোলা গলফ ক্লাব লিমিটেড, ধানমন্ডি ক্লাব লিমিটেড, বাংলাদেশ ফ্লাইং ক্লাব লিমিটেড, চিটাগাং বোট ক্লাব, অল কমিউনিটি ক্লাব লিমিটেড, এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।তিনি একজন ক্রীড়াপ্রেমী এবং বাংলাদেশ খো-খো ফেডারেশন ও রাজধানী শুটিং ক্লাবের নির্বাচিত সহ-সভাপতি।
এএইচ/আইএ