বিএসইসির আন্দোলনরত কর্মকর্তাদের ৫ দাবি, কাল থেকে কর্মবিরতি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৫:১৫ পিএম

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তারা ৫ দফা দাবিতে বিক্ষোভ করছে কমিশনের সর্বস্তরের কর্মচারী-কর্মকর্তারা। আগামীকাল থেকে কর্মবিরতি ঘোষণা।

এ সময় শুরুতে কর্মচারী-কর্মকর্তাদের ওপর লাঠিচার্জ করে সেনাবাহিনী। একপর্যায়ে বিএসইসি চেয়ারম্যান, কর্মকর্তা-সেনাবাহিনীর বাগবিতণ্ডায় উত্তপ্ত অবস্থা বিরাজ করে কমিশন। 

তবে খন্দকার রাশেদ মাকসুদকে সেনাবাহিনী নিরাপদে বের করে দেন।এদিকে বিএসইসির কর্মকর্তারা দাবি করছেন, সেনাবাহিনীর লাঠিচার্জে বিএসইসির ৬ কর্মকর্তা-কর্মচারি আহত হয়েছেন।

বুধবার (০৫ মার্চ) দুপুর ১ টা থেকে রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে সর্বস্তরের কর্মকর্তারা বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। 

এদিন রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসি ভবনের মুল ফটক সকাল সাড়ে ১১টা থেকে তালাবদ্ধ রাখা হয়। সেই সঙ্গে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের ফ্লোর পঞ্চম তালা ঘেরাও করে বিক্ষোভ করছেন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা।

সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের ফ্লোর পঞ্চম তালা ঘেরাও করে বিক্ষোভ করছেন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী আসে। তবে প্রথমেই কর্মচারী-কর্মকর্তাদের ওপর লাঠিচার্জ করে সেনাবাহিনী। তবে তাদেরকে ভুল তথ্য দেওয়া হয়েছে, যার ফলে লাঠিচার্জ করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

[245350]

আন্দোলনকারীদের ৫ দফা দাবি হলো

১. জরুরি মিটিং করে নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরের অবৈধ আদেশ প্রত্যাহার করতে হবে। ২. বিতর্কিত তদন্ত প্রতিবেদনের মাধ্যমে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের শোকজ বন্ধ করতে হবে এবং পূর্বে শোকজ প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। ৩. ১২৭ জনের নিয়োগের ব্যাপারে কমিশন কতৃক বিজ্ঞ আইনজীবী নিয়োগ এবং ৩ দিনের মধ্যে আপিল করে কমিশনের অবস্থান পরিষ্কার করতে হবে। ৪. কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে অশোভন, অপেশাদারমূলক দুর্ব্যেবহার বন্ধ করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। ৫. উপরিক্ত ৪ টি দাবি না মানলে পদত্যাগ করতে হবে।

এরআগে বিএসইসি নির্বাহি পরিচালক সাইফুর রহমানকে বিতর্কিতভাবে বাধ্যতামূলক অবসর দিয়েছে রাশেদ মাকসুদ কমিশন। একইভাবে আরও কয়েকজনকে এই অবসর দেওয়ার পরিকল্পনা করে রেখেছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। যা নিয়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের ভিতরে তৈরী হয়েছে চরম ক্ষোভ।

জানা গেছে, বর্তমান কমিশন নিয়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও হতাশা আছে। এর মধ্যে অন্যতম কারণ- কমিশনারদের খারাপ আচরণ ও ১২ কোম্পানির তদন্তের আলোকে শোকজ করা। সব মিলিয়ে বাজে পরিস্থিতি বিরাজ করছে বিএসইসিতে। 

মঙ্গলবার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ জারির পর পরিস্থিতি আরো খারাপ অবস্থায় চলে গেছে। তাই, বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

এআর