বিএসইসি নির্বাহী পরিচালক মাহবুবুল আলমের পদত্যাগ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৬:৫৬ পিএম

ঢাকা:  দেশের শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম পদত্যাগ করেছে। 

সোমবার ১০ মার্চ বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। 

জানা যায়, বিএসইসিতে সৃষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অনাকাঙ্খিত ঘটনায় মামলার আসামী হন মাহবুবুল আলম। পরবর্তীতে জামিন আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তা মঞ্জুর করেন।

এআর