করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২, ২০২৫, ০৩:২২ পিএম

ঢাকা: ব্যক্তির আয়ে চলতি অর্থবছরের মতো আগামী করবর্ষেও করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকছে। তবে এর পরের দুই করবর্ষের জন্য করমুক্ত আয়সীমা বাড়ছে।

গত বছরের জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত আয়ের ওপর একই হারে সরকারকে কর দিতে হবে। তবে এ বছরের জুলাই থেকে আগামী বছরের জুন পর্যন্ত আয়ের ওপর করমুক্ত সীমা বাড়বে।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে তিন লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে। 

করমুক্ত আয়সীমা বাড়ালেও করের ন্যূনতম স্ল্যাবের করহার ৫ শতাংশ তুলে দিয়ে ১০ শতাংশ থেকে নতুন স্তর নির্ধারণ করা হচ্ছে। এতে আগে যারা ৫ শতাংশ হারে কর দিতেন, তাদের আগামী অর্থবছর থেকে ১০ শতাংশ দিতে হবে।

[250315]

বর্তমানে ব্যক্তিশ্রেণির সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা সাড়ে তিন লাখ টাকা। এরপরের এক লাখ টাকা আয়ের জন্য কর দিতে হয় ৫ শতাংশ হারে; অর্থাৎ সাড়ে তিন লাখ টাকা থেকে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর করের হার রয়েছে ৫ শতাংশ।

নতুন কর কাঠামো অনুযায়ী, তিন লাখ ৭৫ হাজার টাকা করমুক্ত আয়সীমা করে পরের ধাপেই কর হার করা হচ্ছে ১০ শতাংশ করে।

এতে এখন যে ব্যক্তির আয় বছরে সাড়ে চার লাখ টাকা, তাকে ৭৫ হাজার টাকার জন্য কর দিতে হবে ১০ শতাংশ। এতে মধ্যম আয়ের মানুষের ওপর করের বোঝা বাড়বে।
 
সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা তিন লাখ থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করা হয়। ২০২০-২১ সালে করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ ও ২০১৫-১৬ অর্থবছরে দুই লাখ ২০ হাজার থেকে বাড়িয়ে আড়াই লাখ টাকা করা হয়।

এআর