এফবিসিসিআই’র নির্বাচন বোর্ড গঠন করল বাণিজ্য মন্ত্রণালয়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩, ২০২৫, ০৬:২৭ পিএম

ঢাকা: দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ২০২৫-২০২৬ এবং ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

এফবিসিসিআই‘র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) মো. আব্দুর রাজ্জাককে।

[250418]

বোর্ডের অপর দুই সদস্য হলেন যুগ্মসচিব (আইআইটি- ২ অধিশাখা) মিজ মুর্শেদা জামান এবং যুগ্মসচিব (ডব্লিওটিও- ৩ অধিশাখা) মুস্তাফিজুর রহমান।

অন্যদিকে, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান। অন্য দুই সদস্য হলেন যুগ্মসচিব (প্রশাসন- ২ অধিশাখা) তানভীর আহমেদ এবং উপসচিব (রপ্তানি-৪ শাখা) ড. মো. রাজ্জাকুল ইসলাম।

এআর