ঢাকা: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) লাইফ মেম্বার এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আপেল মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেছে ফারইস্ট লাইফ।
অন্য দুই আসামি হলেন প্রতিষ্ঠানটির আইটি বিভাগের ইনচার্জ লোকমান ফারুক এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ওসমান গনি।
মামলাটি দায়ের করা হয়েছে গত ৪ আগস্ট, রাজধানীর শাহবাগ থানায়। মামলাটি করেছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ১৯, ২১ ও ২২ ধারায় এই মামলা নেওয়া হয়েছে।
[254060]
মামলার এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা পারস্পরিক যোগসাজশে ফারইস্ট লাইফের প্রধান কার্যালয়ে ব্যবহৃত ডিজিটাল সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করে কোম্পানির অভ্যন্তরীণ তথ্য ভাণ্ডারে হস্তক্ষেপ করেন। প্রতারণার মাধ্যমে তারা প্রায় ৫৫ হাজার ৮৬ জন কর্মকর্তা-কর্মচারীর জাতীয় পরিচয়পত্র নম্বর, ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্বর, বেতন-ভাতা, কর্মী শনাক্তকরণ নম্বরসহ বিভিন্ন গোপনীয় তথ্য হাতিয়ে নিয়ে তা ‘সাবলাইন’ নামের একটি প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, এসব স্পর্শকাতর তথ্য পাচারের ফলে কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত নিরাপত্তা এবং আর্থিক সম্পদের ওপর মারাত্মক হুমকি তৈরি হয়েছে।
মামলার বিষয়ে জানতে চাইলে বাদীপক্ষের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, আমি কোম্পানির আইন কর্মকর্তা হিসেবে শুধুমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মামলা করেছি। তদন্ত ও পরবর্তী আইনগত বিষয়গুলো যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়েই পরিচালিত হবে।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ওএফ