তালিকাভুক্ত ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দরের অস্বাভাবিক বৃদ্ধির বিষয়টি শনাক্ত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তদন্তে উঠে আসা তথ্যে দেখা গেছে, কোনো মূল্য সংবেদনশীল অপ্রকাশিত তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দর দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ডিএসই।
এ বিষয়ে কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় ডিএসই। উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, তারা কোনো অপ্রকাশিত তথ্যের ভিত্তিতে শেয়ার দর বৃদ্ধির বিষয়টি জানে না।
উল্লেখ্য, ২৩ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৩.৪ টাকা, যা ৪ আগস্ট লেনদেন শেষে বেড়ে দাঁড়ায় ৫৬.৭ টাকা। মাত্র ৮ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৩.৩ টাকা বা প্রায় ৩১ শতাংশ।
ওএফ