একমি পেস্টিসাইডের ৬৫ শতাংশ মুনাফা কমেছে 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৭:০৫ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা : দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইড লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে ব্যবসায় বড় ধরণের মুনাফা কমেছে। এই সময়ে কোম্পানিটির ট্যাক্স পরবর্তী মুনাফা কমেছে ৬৫ শতাংশ। যা কোম্পানির ব্যবসায় বড় ধরণের প্রভাব পড়েছে।

জানা যায়, আলোচিত সময়ে একমি পেস্টিসাইডের ট্যাক্স পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৯০ হাজার ২১৪ টাকা। যা জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩ সময়ে ছিল ৪ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ১৮৮ টাকা। অর্থাৎ মুনাফা কমেছে ৩ কোটি ১৮ লাখ ৪১ হাজার ৯৭৪ কোটি টাকা বা ৬৫ শতাংশ। 

কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

তবে আলোচিত সময়ে কোম্পানিটির ব্যাংকে এফডিআর থেকে মুনাফা বেড়েছে। যার পরিমাণ ২২ লাখ ৫২ হাজার ১২২ টাকা। যা গত বছর এ সময়ে মুনাফা এসেছিল ১৩ লাখ ২২ হাজার ৯৯০ টাকা। অর্থাৎ এফডিআর থেকে বেশি মুনাফা এসেছে ৯ লাখ ২৯ হাজার ১৩২ টাকা বা ৪১ শতাংশ।

এদিকে প্রথম প্রান্তিকে কোম্পানির নিট মুনাফাও কমেছে। আলোচিত সময়ে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ১২ কোটি ২২ লাখ ৯ হাজার ১৩১ টাকা। যা গত বছর একই সময় ছিল ১৭ কোটি ৫১ লাখ ৫১ হাজার ৯৩ টাকা। খরচ বাদ দিয়ে কোম্পানির এসময়ে গ্রস মুনাফা হয়েছে ১ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৮৭৯ টাকা। যা গত বছর একই সময়ে ছিল ১ কোটি ৫০ লাখ  ৩৮ হাজার ৬৮৪ টাকা। অর্থাৎ এখানে কোম্পানির গ্রস মুনাফা কমেছে ৩৭ লাখ ২৩ হাজার ৮০৫ টাকা বা ২৫ শতাংশ।

উল্লেখ্য, ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া একমি পেস্টিসাইড লিমিটেডের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৩৫ কোটি টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর উদ্যোক্তা/পরিচালকদের কাছে ৩১.৮০ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১৭.৩২ শতাংশ। এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা ৫০.৮৮ শতাংশ। কোম্পানিটির রোববার (১২ অক্টোবর) শেয়ার দর দাঁড়িয়েছে ১৬.০০ টাকায়।

এএইচ/পিএস