ইসলামী ব্যাংক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনলাইন পেমেন্ট চুক্তি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৬:২১ পিএম
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে “অনলাইন ফি কালেকশন” সেবা চালু নিয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় এখন থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউশন ফি, ভর্তি ফি ও অন্যান্য চার্জ ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা, এজেন্ট আউটলেটসহ ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম সেলফিন ও এম-ক্যাশ এর মাধ্যমে অনলাইনে পরিশোধ করতে পারবেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর উপস্থিতিতে ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দীন জসীম ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ইসলামী ব্যাংকের কর্মকর্তাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের ফি পরিশোধে সহজ, দ্রুত ও নিরাপদ পদ্ধতি নিশ্চিত হলো বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসএইচ