হঠাৎ উল্টো পথে স্বর্ণের দাম, জানা গেল কারণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৯:২১ পিএম
ফাইল ছবি

দেশের বাজারে টানা দুই দফা কমানোর পর আবারও বাড়ল স্বর্ণের দাম। ২২ ক্যারেটের এক ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ৯ হাজার ৫২৯ টাকা, যা আগে ছিল ২ লাখ ৬ হাজার ৯০৭ টাকা। নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

বুধবার রাতের এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য ২ লাখ ২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪২ হাজার ৫৯৩ টাকা হবে।

এর আগে ১৮ নভেম্বর ২২ ক্যারেটের এক ভরির দাম ছিল ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৭ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৯ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৪০ হাজার ৭৬১ টাকা।

তারও আগে ১৫ নভেম্বর ২২ ক্যারেটের ভরিতে দাম ছিল ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪১ হাজার ৭১৭ টাকা।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

স্বর্ণের দাম বাড়লেও রূপার দামে কোনো পরিবর্তন হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায়।

এসএইচ