ঢাকা: দেশের পুঁজিবাজারের ছয়টি ব্রোকারহাউজ ও একটি মার্চেন্ট ব্যাংককে নিট সম্পদের ন্যূনতম শর্ত পূরণে সাময়িক ছাড় দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসি সূত্রে জানা গেছে, ছাড় পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, সিনথিয়া সিকিউরিটিজ লিমিটেড, মিকা সিকিউরিটিজ লিমিটেড, ইমিনেন্ট সিকিউরিটিজ লিমিটেড, মেঘনা লাইফ সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বিডিবিএল সিকিউরিটিজ লিমিটেড ও এসআইএম ক্যাপিটাল লিমিটেড।
সূত্র জানায়, এসব প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়ালাইজড লোকসানের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের সময়সীমা আগে বাড়ানো হয়েছিল। সেই নির্দেশনা পরিপালনের শর্তে বর্ধিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের নিট সম্পদের ঘাটতি সংক্রান্ত বিধান সাময়িকভাবে শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ১৩ নভেম্বর বিএসইসি এ বিষয়ে একটি নির্দেশনা দেয়। ওই নির্দেশনায় বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় বিদ্যমান বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কমিশন বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, যেসব স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার এখনো বোর্ড অনুমোদিত অ্যাকশন প্ল্যান কমিশনে জমা দেয়নি, তাদেরকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। সময়ের মধ্যে অ্যাকশন প্ল্যান জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ প্রভিশন সংরক্ষণ করতে হবে।
এএইচ/পিএস