পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন বার্তা দিলেন অর্থ উপদেষ্টা 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৩:২৮ পিএম
ফাইল ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নে আরও সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পে স্কেল বাস্তবায়নের জন্য বিপুল অর্থের প্রয়োজন। দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে এই উদ্যোগ বাস্তব রূপ পাবে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোটের অংশ হিসেবে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গত ১০ বছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পে স্কেল নিয়ে কার্যত কোনো কাজ হয়নি। বর্তমান সরকার পে কমিশন গঠন করেছে এবং এ বিষয়ে কাজ চলমান রয়েছে।

দেশের অর্থনীতির সাম্প্রতিক অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি বলেন, অর্থনীতি চাঙা করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে কেবল অর্থের জোগানই নয়, বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, এজন্য প্রচুর অর্থের প্রয়োজন। তবে অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে। এসব বিষয় পরবর্তীতে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা দুর্নীতি নয়, সুশাসন ও জবাবদিহিমূলক সরকার চাই। এর সুফল ভোগ করবে আগামী প্রজন্ম।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিয়ে ভুল ব্যাখ্যার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, অনেকেই মনে করছেন ‘হ্যাঁ’ ভোট কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা। বাস্তবতা হলো, এটি দেশের গণতন্ত্রকামী সব দলের জন্যই উপযোগী এবং সুশাসন নিশ্চিত করার একটি কার্যকর পথ।

তিনি আরও বলেন, সুশাসনের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সংস্কার জরুরি।

এর আগে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা মেলার উদ্বোধনের আগে অর্থ উপদেষ্টা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুরের বিভিন্ন স্তরের সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন তিনি।

এসএইচ