ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ব্র্যাক সাজান চুক্তি স্বাক্ষর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৬, ০৪:১৯ পিএম

ঢাকা: প্রবাসীদের অর্থ সহজে ও দ্রুততম সময়ে প্রেরণের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেড ইউকে’র মধ্যে রেমিটেন্স ড্রয়িং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) ইংল্যান্ডের বার্মিংহামে অবস্থিত্য ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেডের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

এসময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ও ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এখন থেকে প্রবাসীরা ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেড ইউকে’র মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের গ্রাহকগণের কাছে সহজেই রেমিটেন্স পাঠাতে পারবেন যা নগদ উত্তোলন এবং ব্যাংক হিসাবে সরাসরি জমাদান উভয় ক্ষেত্রেই প্রযাজ্য।


সোনালীনিউজ/ঢাকা/আকন