পনেরো মিনিটের বিরতি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১, ২০১৭, ০৩:৩৯ পিএম
জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: নতুন অর্থবছরের জাতীয় বাজেট অধিবেশন ১৫ মিনিটের জন্য বিরতি দেয়া হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অনুরোধে সংসদের স্পিকার বিরতির ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন মুহিত। রাজস্ব আয়, বিনিয়োগ ও বৈদেশিক সাহায্য বৃদ্ধি, রপ্তানি আয় ও প্রবাসী আয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের আশা করে প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা ধরেছেন তিনি।

বাজেট পেশ চলাকালেই ক্লান্ত মুহিত স্পিকারের কাছে বিরতির জন্য অনুরোধ করেন। ৩টা ৩৩ মিনিটে বিরতি শুরু হয়। বিরতির পরে অর্থমন্ত্রী ফের বাজেট বক্তৃতা পেশ করবেন।

সোনালীনিউজ/ঢাকা/তালেব