চালের দাম কমছে কেজিতে ৬ টাকা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২০, ২০১৭, ০৩:১১ পিএম

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে চালের সরবরাহ বাড়াতে চাল আমদানির উপর ১৮ শতাংশ কর তুলে নেয়া হয়েছে। আগে চাল আমদানিতে ২৮ শতাংশ কর দিতে হতো। এখন থেকে ১০ শতাংশ দিতে হবে। এর ফলে প্রতি কেজিতে চালের দাম ৬ টাকা কমবে।

মঙ্গলবার (২০ জুন) সচিবালয়ে কম্পিটিশন আইন নিয়ে এক কর্মশালার শুরুতে মন্ত্রী শুল্ক কমানোর এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, শিগগিরই এ বিষয়ে আদেশ জারি হবে।

এই সিদ্ধান্তের ফলে বাজার দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে এমন আশা জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ইতোমধ্যে সরকারি পর্যায়েও চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। আশা করা যায় বাজর দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ