চালের আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশ করা হচ্ছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২০, ২০১৭, ০৮:৫৯ পিএম

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, চালের দাম কমাতে আমদানি শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে কেজি প্রতি চালের দাম কমপক্ষে ৬ টাকা কমবে।

মঙ্গলবার (২০ জুন) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কম্পিটিশন আইন নিয়ে এক কর্মশালার শুরুতে সাংবাদিকদের একথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, সোমবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে তার নির্দেশনা অনুযায়ী চালের ওপর আমদানি শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি জানান, আজকালের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এই সিদ্ধান্তের ফলে কেজি প্রতি চালের দাম কমপক্ষে ৬ টাকা কমবে জানিয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যে সরকারি পর্যায়েও চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। আশা করা যায় বাজার দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে।

তিনি বলেন, দেশে চালের কোনও সংকট নেই। কিন্তু মিল মালিকরা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়েছে। তবে বর্তমানে বাজার নিয়ন্ত্রণে আছে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ