আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ‘হজ বুথ’ উদ্বোধন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ০৭:০১ পিএম

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড -এর উদ্যোগে ‘হজ বুথ ২০১৭’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) উত্তরা আশকোনা হাজী ক্যাম্পে এ হজ বুথ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুথ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মুজিবুল কাদের এবং ভাইস প্রেসিডেন্ট সি. জি. এম. আসাদুজ্জামান।
অনুষ্ঠান শেষে ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান হজযাত্রীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হজ গমনেচ্ছুদের সাহায্য করার উদ্দেশ্য নিয়েই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গড়ে উঠেছিল। সুদের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়িত্ব পরিপালনে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সর্বদাই তৎপর বলেও তিনি উল্লেখ করেন। তিনি হজযাত্রীদের জন্য ব্যাংকের বিভিন্ন আকর্ষণীয় ডিপোজিট স্কীমগুলোর বর্ণণা করেন।

উল্লেখ্য, বিগত বছরের ন্যায় এবারও উদ্বোধনকৃত বুথের মাধ্যমে ব্যাংক পবিত্র হজ্জ যাত্রীদের ফ্রি পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময়, হজ বিষয়ক তথ্যসেবা প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা সার্বক্ষণিকভাবে প্রদান করবে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ