পোশাক শ্রমিকদের ছুটি ২৮ আগস্ট, আগেই বোনাস

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ০৪:৫১ পিএম

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, উৎসব ভাতা (বোনাস) পরিশোধ করে ২৮ আগস্ট থেকে পর্যায়ক্রমে পোশাক শ্রমিকদের ছুটি শুরু হবে। 

রোববার (২০ আগস্ট) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহার সময় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

সভার সিদ্ধান্ত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যানজট নিরসনে পোশাক শ্রমিকদের ২৮ তারিখ থেকে পর্যায়ক্রমে ছুটি দেয়া হবে। এর আগে বোনাস দেয়া হবে। বেতন ও অন্যান্য পাওনাদি শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিশোধ করে দেবেন।’

ঈদুল আজহায় ঘর ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে যানবাহন, বাস, ট্রেন ও লঞ্চ স্টেশনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানান মন্ত্রী।

সোনালীনিউজ/ঢাকা/জেএ