বসুন্ধরা আবাসিক এলাকায় আল-আরাফাহ ব্যাংকের শাখা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৭, ০৪:২৬ পিএম

ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৫১তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রোববার(১২ নভেম্বর) ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আব্দুল মালেক মোল্লা, মো. হারুন-অর-রশীদ খাঁন।

ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্য্যংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম। এ সময় বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডিএমডি মো. বেলায়েত হোসেন, ব্যবসায়ী ডা. মোঃ হুমায়ুন কবির খান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম এবং উপব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাফর। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবীব উল্লাহ ও ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। নতুন শখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন সাঈদ আহমেদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক।

ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। তা প্রমাণে সফল হয়েছে দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা।

সোনালীনিউজ/আতা