ডাচ বাংলা ব্যাংকে টাকা তোলা যাবে না ২ দিন

  • জ্যেষ্ঠ প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৭, ০৭:৪৯ পিএম

ঢাকা: কারিগরি ত্রুট ঠিক করতে ও কিছু কিছু জায়গায় আপগ্রেডেশনের জন্য সকল বুধ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশের বেসরকারি খাতের ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড(ডিবিবিএল)। এই সময় পিওএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের কার্যক্রমও বন্ধ থাকবে। 

ব্যাংক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার(৭ ডিসেম্বর) রাত ১২টা থেকে শনিবার(৯ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে ডাচ বাংলা ব্যাংকের গ্রাহকরা কোন লেনদেন করতে পারবেন না।

তবে রকেট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন চালু থাকবে।

ডাচ বাংলা ব্যাংক সূত্রে জানা গেছে, উন্নত ও দ্রুত সেবা প্রদানের জন্য ডাচ বাংল ব্যাংক কর্তৃপক্ষ সিস্টেম আপগ্রেডেশন কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রমের অংশ বিশেষ আগামী ৭ ডিসেম্বর বৃহস্পতিবার ১২.০১ ঘটিকা হতে ৯ ডিসেম্বর ১১.৫৯ ঘটিকা পর্যন্ত চলবে।

এ সময় এটিএম, পিওএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে রকেট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন চালু থাকবে।

সোনালীনিউজ/আতা