দেশে আরও ব্যাংক প্রয়োজন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৭, ০৮:৫৫ পিএম

ঢাকা: দেশে আরও ব্যাংক প্রয়োজন এ মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে ব্যাংকের সংখ্যা বাড়লে কোনো সমস্যা হবে না।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নতুন তিনটি ব্যাংকের অনুমোদন দেয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশে সব জনগণকে ব্যাংকিং সেবার আওতায় আনতে আরও ব্যাংকের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, ব্যাংকগুলোকে একীভূত করার বিধিবিধান রয়েছে। সেটাকে যুগোপযোগী করা হচ্ছে। যেসব ব্যাংক একীভূত হতে চায়, নিয়মানুযায়ী তারা একীভূত হতে পারবে।

একটি গ্রুপ দেশের কয়েকটি ব্যাংকের নিয়ন্ত্রণে নিয়েছে এমন অভিযোগ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি আমাদের নজরেও রয়েছে। একটি পার্টি মার্কেট থেকে বড় অংকের ঋণ নিয়ে ব্যাংকের নিয়ন্ত্রণ নিচ্ছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

সোনালীনিউজ/জেএ