চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে অ্যাম্বুলেন্স দিলো ইসলামী ব্যাংক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০১৭, ০২:৪১ পিএম

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহার কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ অ্যাম্বুলেন্সের হস্তান্তর করে। ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও জে. কিউ. এম. হাবিবুল্লাহ্ এফসিএস, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, ভাইস প্রেসিডেন্ট মোশতাক আহমেদ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুদীপ বসাক এসময় উপস্থিত ছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন