বিমান মন্ত্রীর সঙ্গে আটাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০১৮, ০৬:৩১ পিএম

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, এভিয়েশন ও পর্যটন শিল্পের বিকাশে আটাবের (এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ) ভুমিকা প্রশংসনীয়। 

১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হওয়া এ সংগঠনটি সে দিনের নবীন রাষ্ট্র বাংলাদেশকে চিনতে যেমন ভূমিকা রেখেছে তেমনি বিনিয়োগ, বাণিজ্য ও পর্যটন শিল্পে সম্ভাবনার বাংলাদেশকে এগিয়ে নেবার ক্ষেত্রেও অবদান রেখে চলেছে।

মন্ত্রী বলেন, আবেদনকারীরা যাতে সহজে, স্বাচ্ছন্দ্যে লাইসেন্স পায় সে জন্য মন্ত্রণালয় অনলাইনে ট্রাভেল এজেন্সী লাইসেন্স কার্যক্রম চালু করেছে। ট্রাভেল লাইসেন্স প্রাপ্তিতে আরও স্বচ্ছতা আনার জন্য একটি মনিটরিং টিম গঠন করা হবে। এবং এজেন্সির মালিকানা পরিবর্তন আইন সংশোধনে পদক্ষেপ নেয়া হবে।

এ সময় বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মো. ইমরান, আটাব সভাপতি মঞ্জুর মোর্শেদ মাহবুবু, সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিথ ছিলেন।

সোনালীনিউজ/জেএ