বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পূবালী ব্যাংকের চুক্তি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০১৮, ০৭:৩৪ পিএম

ঢাকা : পূবালী ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্প্রতি এসএমই উন্নয়ন প্রকল্পে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত (সিএমএসএমই) উন্নয়নের উদ্দেশে আর্থিক সেবা সম্প্রসারণে ২৪০ মিলিয়ন ডলারের পুনঃ অর্থায়ন তহবিলের আওতায় এ চুক্তি স্বাক্ষর হয়।

পূবালী ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আবুল বাশার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর কাই লি এবং পূবালী ব্যাংক লিমিটেডের ঋণ বিভাগের মহাব্যবস্থাপক প্রদীপ কুমার দত্ত এ সময় উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর