রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে অবদান রাখায় পদক পেল পূবালী ব্যাংক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৮, ০৪:২৫ পিএম

ঢাকা: সেন্টার ফর এনআরবি পূবালী ব্যাংক লিমিটেড দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালনের জন্য ‘টপ টেন রেমিট্যান্স’ পদক এবং বিদেশে বাংলাদেশের অর্থনৈতিক ভাবমূর্তি উন্নয়নের কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ‘ফিন্যান্সিয়াল ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড ২০১৮’ প্রদান করেছে।

সেন্টার ফর এনআরবি আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এর কাছ থেকে পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী পদক দু’টি গ্রহণ করেন।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবি’র চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরী।

এসময় বিভিন্ন দেশের কূটনীতিক, বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন