রমজানে বেড়েছে পেঁয়াজের আমদানি

  • বেনাপোল ও হিলি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৭, ২০১৮, ০২:৪২ পিএম

ঢাকা : রমজান মাস উপলক্ষে বেনাপল ও হিলি স্থল বন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজের আমদানি। বেনাপলে ৮০-৯০ এবং হিলি বন্দর দিয়ে ৬৫-৭০ গাড়ী পেঁয়াজ আমদানি হচ্ছে প্রতিদিন। সরবরাহ ঠিক থাকায় পেঁয়াজের দামও রয়েছে স্বাভাবিক।

রমজান মাস উপলক্ষে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে তিনগুন।

গত এক মাসে বেনাপোল বন্দর দিয়ে ১৫হাজার ৭শ ৩৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হলেও এ মাসের প্রথম ১৩ দিনে এসেছে ১৩ হাজার ২শ মেট্রিকটন পেঁয়াজ।

১৩ টাকা কেজি দরে আমদানি করা হচ্ছে ভারতীয় পেঁয়াজ। স্থানীয় বাজারে ভারতীয় পেয়াজের দাম স্থিতিশীল থাকলেও দেশী পেয়াজের দাম বাড়ছে বলে জানান ক্রেতারা।

২৪ ঘন্টা চলছে বেনাপোল বন্দরে আমদানি রফতানি। পেয়াজ খালাস চলছে জোর গতিতে। বন্দর ও কাস্টমস সংশ্লিষ্টরা পেঁয়াজের চালান দ্রুত খালাস করছেন । পেঁয়াজের ঘাটতি মেটাতে আমদানি বাড়ছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা

এদিকে গত এক সপ্তাহ আগেও হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ২০ থেকে ২৫ গাড়ীর বেশি পেয়াজ আমদানী না হলেও এখন প্রতিদিন ৬৫ থেকে ৭০ গাড়ী পেয়াজ আসছে।

আমদানিকারকরা এ সব পেঁয়াজ উত্তর বঙ্গের চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছেন ব্যবসায়িরা।

পেঁয়াজ আমদানিতে নির্দিষ্ট কোনও মূল্য না থাকায় বন্দরের ছোট বড় সব ধরনের ব্যবসায়ীরা সুযোগ পাচ্ছে পেঁয়াজ আমদানির।

সরকার বাজারের দিকে দৃষ্টি রাখলে রমজান মাসে কিছুটা হলেও স্বস্তিতে বাজার করতে পারবে বলে আশা ক্রেতাদের।

সোনালীনিউজ/জেডআরসি