সব ঋণে সুদ হার কমছে না

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২, ২০১৮, ০২:৩১ পিএম

ঢাকা : ব্যাংক ঋণের সুদ হার ৯ শতাংশে নামার কথা থাকলেও সব ঋণের ক্ষেত্রে তা হচ্ছে না। ভোক্তা ঋণ, এসএমই কিংবা ক্রেডিট কার্ডে সুদহার আপাতত এক অঙ্কে নামছে না। প্রথম ধাপে কেবল শিল্প ঋণে সুদহার এক অঙ্কে নামছে।

তবে ব্যাংকাররা বলছেন, কম সুদে আমানত পেলে সব ঋণের সুদহার কমে আসবে। সুদের হার পর্যবেক্ষণে বাংলাদেশ ব্যাংককে সক্রিয় থাকার পরামর্শ বিশ্লেষকদের।

ব্যাংক ঋণে সুদহার এক অঙ্কে নামিয়ে আনার কথা বলে করপোরেট কর ও সিআরআর কমানোসহ চার ধরনের সুবিধা নিয়েছেন বেসরকারি ব্যাংক মালিকেরা। তবে এরপরেও সুদহার আছে আগের জায়গাতেই। এতে উচ্চ সুদে ব্যাংক থেকে ঋণ নিয়ে বিপাকে আছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে গত এপ্রিলে ঋণের সুদ হার এক অঙ্কের ঘরে রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী, জুলাই থেকে ঋণের সুদহার কমিয়ে ৯ শতাংশ, ও আমানতের সুদ হার সর্বোচ্চ ৬ শতাংশ করার ঘোষণা দেয় ব্যাংক মালিকদের সংগঠন বিএবি।

তবে এখন ব্যাংক নির্বাহীরা বলছেন, কম সুদে সরকারি প্রতিষ্ঠানের আমানত পেলে এক অংকে নামানো সম্ভব। অবশ্য যারা গাড়ি, ফ্ল্যাট বা এ ধরনের কাজে ব্যাংক ঋণ নেবেন তাদের জন্য আপাতত সুখবর নেই।

মূল্যস্ফীতির হার বিবেচনায় আমানতের সুদের হার বিবেচনার আহ্বান বিশ্লেষকদের।

বিশ্লেষকেরা বলছেন, ঋণের সুদ কমাতে গিয়ে আমানতের সুদ বেশি কমলে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাদের মতে, খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি ব্যাংকের বাড়তি খরচ কমিয়েও ঋণের সুদ কমানো সম্ভব।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই