মার্ক শিট সহ এইচএসসি পরীক্ষার ফলাফল দেখুন

  • সোনালীনিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৭, ২০১৯, ১১:৫১ এএম

ঢাকা: আজ (১৭ জুলাই) দুপুর ১ টায় থেকে শিক্ষা বোর্ডের অফিসিয়াল সাইট www.educationboardresults.gov.bd এ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল জানা যাবে। তবে এই সাইট এ শুধুমাত্র গ্রেড পয়েন্ট দেখতে পাবেন। ফুল মার্কশিট দেখার জন্য নিচের স্টেপ ফলো করুন।

ব্রাউজারের এড্রেস বারে এই ইউআরএল টি লিখুনঃ https://eboardresults.com/app/stud/
Examination হিসেবে সিলেক্ট করুন HSC/Alim/Equivalent
Year হিসেবে সিলেক্ট করুন 2019
Board হিসেবে আপনি যে শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন তা সিলেক্ট করুন
Result Type হিসেবে সিলেক্ট করুন Individual Result
পরবর্তী দুই বক্সে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিন
Security Key বক্সে উল্লেখিত লেটারগুলো লিখুন
সবশেষে Get Result বাটন ক্লিক করুন 

এরপরই মার্কশিট সহ ফলাফল দেখতে পাবেন।

সোনালীনিউজ/এইচএন