এবার ডেঙ্গুতে প্রাণ গেল ঢাবির শিক্ষার্থীর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৭, ২০১৯, ০৯:১৬ এএম

ঢাকা : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী ফিরোজ কবীর।

শুক্রবার (২৬ জুলাই) রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। ফিরোজ কবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষা দিয়ে কর্মজীবনে প্রবেশের অপেক্ষায় ছিলেন। বঙ্গবন্ধু হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফিরোজ কবীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তাকে স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

এদিনে মৃত ফিরোজ কবীরের সহপাঠীরা জানান, ফিরোজ অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল। তাদের অভিযোগ হলে আশপাশে বিভিন্ন স্থানে পানি জমে থাকে। এছাড়া নিয়মিত ওষুধ না ছিটানোয় ফিরোজের এমন মৃত্যু দেখতে হলো। নাজানি পরবর্তী সিরিয়াল কার।

সোনালীনিউজ/এএস