আইইইই’র স্বীকৃতি পেল বাংলাদেশ ইউনিভার্সিটি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০১৯, ০১:৪৫ পিএম

ঢাকা : প্রকৌশলীদের আন্তর্জাতিক সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইইইই) এর স্বীকৃতি পেলো বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি। সম্প্রতি আমেরিকার নিউজার্সিতে অবস্থিত আইইই (ওঊঊঊ) বাংলাদেশ ইউনিভার্সিটিকে স্টুডেন্ট ব্রাঞ্চ খোলার স্বীকৃতি প্রদান করেন।

সাধারণত বেশ কয়েকটি মানদন্ড অনুসরণ ও যাচাই বাছাইয়ের প্রেক্ষিতে আইইইই এর বোর্ড অব অ্যাক্রিডিটেশন এ স্বীকৃতি প্রদান করে থাকে। বাংলাদেশ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ অ্যাক্রিডিটেশন প্রাপ্তির সবকটি মানদন্ড সঠিকভাবে অনুসরণ করার ফলে এ স্বীকৃতি অর্জন করেছে।

এই সনদ প্রাপ্তির ফলে এখন থেকে বাংলাদেশ ইউনিভার্সিটির ইইই ও সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সংগঠনের সদস্য হতে পারবেন। এর ফলশ্রুতিতে আইইইই বাংলাদেশ ইউনিভার্সিটি স্টুডেন্ড ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত বিভিন্ন সেমিনার এবং গবেষণা কাজে যুক্ত হওয়ার পাশাপাশি এর সদস্যদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা ধরনের শিক্ষামূলক প্রোগ্রাম, প্রশিক্ষণ এবং প্রকাশনার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

সোনালীনিউজ/এএস