ঢাবি ও বশেমুরবিপ্রবিতে

আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • জাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৯:৪৬ পিএম

জাবি : ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদিক্ষণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতায় টিকতে আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা স্বৈরাচার হয়ে উঠছে। দলবাজী করে ক্ষমতা গ্রহণের পর ক্ষমতায় টিকে থাকতে সন্ত্রাসী পথ বেছে নিচ্ছেন।

সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সদস্য রাকিবুল রনি বলেন, ‘গোপালগঞ্জের শিক্ষার্থীরা যখন দুর্নীতিবাজ, চরিত্রহীন ভিসির বিরুদ্ধে আন্দোলন করছে তখন স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছেন ভিসি। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি ঢাবি, জাবিসহ বশেমুরবিপ্রবি’র ভিসি সবগুলো আজ দুর্নীতিবাজ, সন্ত্রাস হিসেবে আর্বিভূত হয়েছে এরা সবাই একই সুতায় বাঁধা।’

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাংগঠনিক সম্পাদক শোভন রহমান বলেন, ‘দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সন্ত্রাসের ভুমিকায় অবতীর্ণ হয়েছে। ছাত্রদের আন্দোলনকে দমাতে এই সন্ত্রাসী ভিসিরা তাদের সব অস্ত্র ব্যবহার করা শুরু করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই সঙ্গে সঙ্গে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি প্রকাশ করছি।’
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, ‘এদেশের সাধারণ শিক্ষার্থীদের উপর কোন হামলা শিক্ষার্থীরা মেনে নিবে না। সাধারণ শিক্ষার্থীরা এসব অন্যায়কে প্রতিহত করবে। অপরাধ, জুলুম করে কেউ টিকে থাকতে পারেনি আর ভবিষ্যতে টিকতেও পারবে না। দুর্নীতিবাজ ও সন্ত্রাসী ভিসিদের শাস্তি পেতে হবে।’

 জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পু বলেন, ‘বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা স্বৈরাচারী অবস্থান গ্রহণ করছেন। এর কারণ হলো দলবাজি করে তারা ক্ষমতায় এসেছে। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা স্বৈরাচারী আচরন করা শুরু করছে।’

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত জাবি উপাচার্যকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার জবাবদিহিতা তাকে করতে হবে। বিচারের মুখোমুখি তাকে হতে হবে। যারা টাকা পেয়েছে তারা স্বীকার করার পরেও উপাচার্য বলছে তোমরা প্রমাণ দাও। দুর্নীতির অভিযোগে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছি এছাড়া পদত্যাগের জন্য আল্টিমেটাম দিয়েছি এই সময়ের মধ্যে যদি তিনি পদত্যাগ না করেন তবে কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।’

সোনালীনিউজ/এমটিআই