পিছিয়ে গেলো এসএসসি ও সমমানের পরীক্ষা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০, ০৮:১৭ পিএম

ঢাকা: পূর্ব নির্ধারিত সময় ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে না ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এর পরিবর্তে আগামী ৩ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে।

শনিবার (১৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের একথা জানান।

এ বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী গণমাধ্যমের সাথে কথা তার হেয়ার রোডস্থ সরকারি বাস ভবনে কথা বলবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

সরস্বতী পূজা কারণে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকার দুই সিটির ভোটের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি (শনিবার) নির্ধারণ করা হয়েছে। ১ ফেব্রুয়ারি ভোটের বাধা ছিল এসএসসি ও সমমান পরীক্ষা। ইসির নির্দেশনায় পরীক্ষা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ভোটগ্রহণের তারিখ রেখে গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

সোনালীনিউজ/এমএএইচ