৩৮ জেলায় প্রাথ‌মি‌কের সহকারী শিক্ষক নি‌য়োগ স্থ‌গিত (তালিকাসহ)

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০৭:০১ পিএম

ঢাকা : ৩৮ জেলার প্রাথ‌মি‌কের সহকারী শিক্ষক নি‌য়োগ স্থ‌গিত করেছেন। আজ শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এখবর জানা যায়।

১৬ ফেব্রুয়ারি যোগদানে কথা থাকলেও যেসব জেলায় আদালত শিক্ষক নিয়োগ স্থগিত করেছেন, সেই সকল জেলার নি‌য়োগে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শিক্ষা অধিদপ্তরের যুগ্নসচিব খান মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮-এর ফলাফলে ৬০% মহিলা কোটা সংরক্ষণ হয়নি মর্মে মহামান্য হাইকোর্ট নিম্মবর্ণিত জেলার পার্শ্বে উল্লিখিত রীট পিটিশন মামলা চলমান রয়েছে। 

উক্ত রীট পিটিশনের আদেশ মহামান্য আদালত ৬ মাসের জন্য নিয়োগ কার্যক্রম স্থগিত করেছিন মর্মে জানা যায়। ফলে নিম্মবর্ণিত জেলাসমূহে ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে যোগদানের বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত জেলাসমূহের অধিদপ্তরের ১৩ জানুয়ারি ২০২০ তারিখের ৩৮.০১.০০০০.১৪৩.১১.০১১.১৮-১২/১৪০ নং স্মারকে জারিকৃত ১ (ঘ-চ) অনুচ্ছেদে বর্ণিত নবনিয়োগকৃত শিক্ষকদের যোগদান, ওরিয়েন্টশন ও পদায়ন নির্দেশনা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। নবনিয়োগকৃত শিক্ষকদের যোগদান, ওরিয়েন্টশন ও পদায়নের তারিখ পরবর্তিতে জানানো হবে’।

সোনালীনিউজ/ঢাকা/এসএস