করোনা: চিকিৎসকদের পক্ষে স্ট্যাটাস দেয়ায় দুই শিক্ষক বরখাস্ত

  • সোনালীনিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৬, ২০২০, ০৭:১৬ পিএম

ঢাকা: করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসকদের পক্ষে স্ট্যাটাস দেয়ায় দুই সরকারি কলেজ শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

দুই শিক্ষক হলেন- ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাকিয়া ফেরদৌসী এবং বরিশাল সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক সাহাদাত উল্লাহ কায়সার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার (২৫ মার্চ) এ তথ্য জানানো হয়।

একই সঙ্গে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮’ অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করতে শোকজও করা হয়েছে।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তারা প্রশ্ন তুলেছিলেন, চিকিৎসক-নার্সরা পিপিই পাওয়ার আগে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা কেন তা পাচ্ছেন?

স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি ছবিও আপলোড করেছিলেন শিক্ষক কাজী জাকিয়া।

সোনালীনিউজ/এইচএন