প্রাথমিকের উপবৃত্তির টাকা কাল বিতরণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৩, ২০২০, ১০:৩৬ এএম

ঢাকা: প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের ৩য় পর্যায়ের আওতায় ২০১৯-২০ অর্থবছরে ২য় কিস্তিতে সারা দেশের ৫১০ টি উপজেলার প্রাথমিকের ৯১ লাখ ৪৮ হাজার ৭৪৪ জন শিক্ষার্থীকে মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে ২৯১কোটি ৮৪ লাখ ৯৬ হাজার ৬০০ টাকা বিতরণ করা হচ্ছে।

উপবৃত্তির চাহিদা আপলোড করেছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তারা। সে চাহিদার গতকাল সোমবার (১২ মে) প্রেক্ষিতে টাকা ছাড়ের অনুমতি দেয়া হয়েছে। আগামীকাল ১৪ মের মধ্যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানোর অনুমতি দেয়া হয়েছে। 

কোন জেলায় উপবৃত্তি বাবদ কত টাকা দেয়া হয়েছে সে হিসেব প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প।

সোনালীনিউজ/টিআই