২১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরর তালিকা প্রকাশ

  • সোনালীনিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩০, ২০২০, ০৭:৫৭ পিএম

ঢাকা: আত্তীকরণের লক্ষ্যে তিন পার্বত্য জেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ তালিকায় বান্দরবান জেলার ৮০টি, রাঙ্গামাটি জেলার ৮১টি এবং খাগড়াছড়ি জেলার ৪৯টি স্কুলের শিক্ষকদের নাম রয়েছে। গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে।

আর শিক্ষকদের খসড়া তালিকায় কোন ভুল থাকলে তা সংশোধন করতে আগামী ৩০দিনের গণশিক্ষা মন্ত্রণালয়ে জানাতে বলা হয়েছে তিন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের।

জানা গেছে, এসএসসির সনদ অনুযায়ী শিক্ষকদের নাম সংশোধন করতে হবে। এছাড়া তালিকায় কোন আপত্তি বা কোন শিক্ষকের নামে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো মামলা আদালতে থাকলে সে বিষয়টিও মন্ত্রণালয়ে জানাতে বলা হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের।

পাঠকদের জন্য সরকারিকৃত ২১০ স্কুলের শিক্ষকদের খসড়া তালিকা তুলে ধরা হল।

তালিকা দেখতে ক্লিক করুন:

সোনালীনিউজ/এইচএন