অনলাইনে নয়, ঢাবির ভর্তি পরীক্ষা হবে সরাসরি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২০, ২০২০, ০৪:২৬ পিএম
ফাইল ছবি

ঢাকা : অনলাইনে নয়, সরাসরি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তবে, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের ৮ বিভাগেই থাকবে পরীক্ষার কেন্দ্র। অর্থাৎ ঢাকা বিভাগের বাইরের কাউকে পরীক্ষা দিতে ঢাকা আসতে হবে না।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গতবছর ২০০ নম্বরের পরীক্ষার ভিত্তিতে ফলাফল দেয়া হলেও এ বছর পূর্ণমান থাকবে ১০০। সেবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক থেকে রেজাল্টের উপর ৮০ নম্বর থাকলেও সেটি কমিয়ে এছর ২০ নম্বর করা হয়েছে। আর এমসিকিউ’র নম্বর কমিয়ে ৭৫ থেকে ৩০ করা হয়েছে। এছাড়া লিখিত পরীক্ষার নম্বর থাকবে ৫০।

বৈঠকসূত্রে জানা গেছে, করোনা মহামারিসহ সব দিক বিবেচনায় নিয়ে ডিনরা ভর্তি পরীক্ষার নেয়ার বিষয়ে একমত হয়েছেন। তবে, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার উপর বেশি গুরুত্ব দেয়া হবে।

ডিনস কমিটির মিটিংয়ে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। মিটিংয়ে সব অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন। তারা ভর্তি পরীক্ষা অনলাইনে না নেওয়ার পক্ষে যে মতামত দিয়েছেন সে বিষয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম গণমাধ্যমকে বলেন, ‘আমরা ভর্তি পরীক্ষা নেব। ডিনস কমিটির মিটিংয়ে সব ডিন এ মতামত দিয়েছেন।  ডিসেম্বরের পরে এইচএসসির ফলাফল হলে করোনা পরিস্থিতি বিবেচনা করেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে। অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে কোনও ডিনই মতামত দেননি। তাই অনলাইনে পরীক্ষা না  নিয়ে আমরা বরাবরের মতো ভর্তি পরীক্ষা নেব। আমরা এসএসসি এবং এইচএসসি'র ফলাফল দেখে কী পরিমাণ নেওয়া হবে, তা আরও মিটিং করে ঠিক করব।’

ড. সাদেকা হালিম জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি ঠিক রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা হয়তোবা বিভাগভিত্তিক হিসেবে পরীক্ষা নেব। যেমন, যারা খুলনা থেকে আসতে চায়, সে বিভাগেই তাদের পরীক্ষা নেব। যাতে ঢাকায় আসতে না হয়।’

তিনি আরও জানান, ‘ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে ২০ নম্বর আর নৈর্ব্যক্তিক ও লিখিতের ওপর ৮০ নম্বর। মোট ১০০ নম্বরের ওপর পরীক্ষা নেয়ার বিষয়ে প্রস্তাব করেছি।’

সোনালীনিউজ/এমএএইচ