প্রত্যাহার হচ্ছে এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১, ০২:৩৭ পিএম
ফাইল ছবি

ঢাকা: এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রত্যাহার করা হতে পারে।চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আপত্তি জানিয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি করা সিলেবাসটি সংক্ষিপ্ত সময়ে শেষ করা সম্ভব নয় বলে তাদের মত। এজন্য করণীয় ঠিক করতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর ফলে সংক্ষিপ্ত সিলেবাস প্রত্যাহার করে আরও সংক্ষিপ্ত করা হতে পারে।

এনসিটিবির কর্মকর্তারা জানান, এসএসসির যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে তা তিন বা চার মাসের মধ্যে শেষ করা সম্ভব নয় বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন। 

বুধবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এনসিটিবির চেয়ারম্যান, সচিব এবং সংক্ষিপ্ত সিলেবাসের সঙ্গে যুক্ত শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন তিনি।

সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে আগামী জুনে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করার কথা রয়েছে।

সোনালীনিউজ/আইএ