৯৫ জন অধ্যক্ষদের বেতন স্কেল একধাপ উন্নতি (তালিকাসহ)

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৯, ২০২২, ০৩:২৪ পিএম

ঢাকা: দেশের ৯৫ টি সরকারি কলেজে কর্মরত অধ্যক্ষ পদের বেতন স্কেল চতুর্থ গ্রেট থেকে তৃতীয় গ্রেডে উন্নীত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কথা রোববার (১৯ জুন) নিশ্চিত হওয়া গেছে।

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ৯৫ টি সরকারি কলেজে কর্মরত অধ্যক্ষ পদের বেতন স্কেল চতুর্থ গ্রেড থেকে ৩য় গ্রেডে উন্নীত করা হয়েছে।ইতিপূর্বে শিক্ষা ক্যাডারে তৃতীয় গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ ছিলো না। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত কমিটির সভায় এর অনুমোদন দেওয়া হয়। 

উল্লেখ্য, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপকের বিদ্যমান পদটি চতুর্থ গ্রেডের এবং সিলেকশন গ্রেডের মাধ্যমে তৃতীয় গ্রেডে যাওয়ার সুযোগ ছিলো না। সরকারি কলেজ সমূহের মধ্যে অনার্স এবং অনার্স-মাস্টার্স কলেজের বিভাগীয় প্রধানদের পদটিও চতুর্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার, আবার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদটিও চতুর্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার।

তাই প্রশাসনিক ভারসম্য আনয়ন ও শৃঙ্খলার স্বার্থে বিভাগীয় শহরের ৯টি কলেজ ও অন্যান্য জেলার ৮৬টি সহ মোট ৯৫টি কলেজের অধ্যক্ষ পদের বেতন গ্রেড, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৪র্থ থেকে ৩য় গ্রেডে উন্নীত করা হয়েছে। 

সোনালীনিউজ/এএইচ/আইএ