তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির ফল উৎসব

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২২, ২০২৩, ০৬:৫৩ পিএম

ঢাকা: সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকালে তিতুমীর কলেজের বিজ্ঞান ভবনে এ ফল উৎসব উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রনি, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা এস এম কামাল উদ্দিন হায়দার।

অধ্যক্ষ বলেন, মৌসুমি ফল উৎসবের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা বিলুপ্ত প্রায় সকল ফলের  সম্পর্কে জানতে পারবে এবং ফলের গুণগত উপকারিতা সম্পর্কে জানতে পারবে।

রফিকুল ইসলাম রনি বলেন, সাংবাদিকতা এমন এক পেশা যেখানে সব কিছুই মাথায় রাখতে হয়। যেটা আপনার পরবর্তীতে জীবনে আপনাকে সাহায্য করবে।

তিনি আরও বলেন, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি এখন অনেক বড় পর্যায়ে চলে গিয়েছে। এখান থেকে জাতীয় পর্যায়ে কাজ করার পদক্ষেপ নেয়া হবে। যেটা তিতুমীর কলেজকে তুলে ধরবে জাতির কাছে।

অধ্যাপক কামাল উদ্দিন হায়দার বলেন, বর্তমান অধ্যক্ষ আসার পর তিতুমীর কলেজের ব্যাপক পরিবর্তন এসেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর পড়ালেখার মানও পরিবর্তন হয়েছে। ফলাফল ভালো হচ্ছে শিক্ষার্থীদের। তিনি এসকল বিষয় রিপোর্টে তুলে ধরার আহবান জানান।

উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মোড়লসহ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।

সোনালীনিউজ/আইএ