এসএসসি পরীক্ষার হল থেকে বেরিয়ে সংঘর্ষে জড়াল দুই স্কুলের ছাত্ররা

  • বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩, ২০২৪, ০৬:৩৫ পিএম

বাগাতিপাড়া: আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে বিবাদের জেরে এসএসসি পরীক্ষার হল থেকে বেরিয়ে সংঘর্ষে জড়িয়েছে নাটোরের বাগাতিপাড়ার দুই স্কুলের ছাত্ররা। এতে একটি বিদ্যালয়ের ছয়জন ছাত্র আহত হয়েছে।

রবিবার (৩ মার্চ) দুপুরে বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র এলাকায় ‘নুরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়’ ও ‘মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়’-এর ছাত্রদের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বছর সেপ্টেম্বরে উপজেলায় আন্তঃস্কুল ফুটবল খেলার সময় নুরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয় ও মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে কথাকাটাকাটি হয়। তখন উপজেলা প্রশাসনের সহায়তায় তা সমাধান করা হয়। তারই জের ধরে আজকের ঘটনা।

[218653]

এ বিষয়ে নুরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন বলেন, ‘আমার স্কুলের ছাত্ররা পরীক্ষা শেষ করে বের হওয়ার সময় মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের কয়েক ছাত্র তাদের ওপর হামলা করে। এতে আমার বিদ্যালয়ের ৬ ছাত্র আহত হয়। এর মধ্যে পাঁচজন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এবং একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, খেলার বিবাদের জেরেই এ ঘটনা ঘটেছে।’

মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে, তা আমি সঠিক জানি না। তবে যারাই এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকুক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় নেওয়া হবে।’

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এমএস