রঙ-তুলির আঁচড়ে অবন্তিকা ও অংকনকে স্মরণ

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ০৫:৫৭ পিএম

জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী অংকন বিশ্বাসের স্মৃতিতে ক্যাম্পাসে  গ্রাফিতি একেঁ সাংস্কৃতিক প্রতিবাদ জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবনের নিচতলায় গ্রাফিতি আঁকার এ কর্মসূচি পালন করা হয়।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী তীর্থ মন্ডল বলেন, আমারা আমাদের আন্দোলনের অংশ হিসেবে গ্রাফিতি অঙ্কন করছি। এটি আমাদের সাংস্কৃতিক আন্দোলন। দুজনকে আমরা হারিয়েছি তারা আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত ছিলো। তাদের মনে রাখার জন্য আমাদের এ উদ্যোগ।

[219920]

সুমাইয়া সোমা নামের আরেক শিক্ষার্থী বলেন, এ গ্রাফিতির মাধ্যমে আমরা সাংস্কৃতিক আন্দোলন করছি। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

গ্রাফিতি আঁকায় অংশ নেওয়া শিক্ষার্থী চারুকলার শিক্ষার্থী সুমাইয়া ইভা বলেন, আমরা এখানে গ্রাফিতি অঙ্কন করছি অবন্তিকা ও অংকন বিশ্বাসের ঘটনাটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং প্রতিটি শিক্ষার্থী যাতে সচেতন হয়। এটা আমাদের এক ধরণের প্রতিবাদও।

আন্দোলনরত শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খাদিজাতুল কুবরা বলেন, আমরা দুইজনকে হারিয়ে আর কাউকে হারাতে চাই না। আমারা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছি, আমাদের আন্দোলন চালবে।

এমটিআই