ভাষা ও সংস্কৃতির সুরক্ষায় নিবেদিত ওয়ার্ডব্রীজ স্কুল 

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৫:০২ পিএম

ঢাকা: "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?" একুশে ফেব্রুয়ারি- বাংলাদেশের ইতিহাসে এক অনন্য গৌরব-গাঁথা। 

আমরা বাঙালিরা ভাষার জন্য জীবন দিয়েছি, এই জীবনের বদলে পেয়েছি বাংলায় "মা" বলে ডাকার অধিকার। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি (৮ই ফাল্গুন, ১৩৫৯ বাংলা) সূচিত হয়েছিল যে গণজাগরণ আর চেতনার উন্মেষ-- তার ফলশ্রুতিতে পরবর্তীতে একাত্তরের সুদীর্ঘ নয়মাসের যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম দেশ-- বাংলাদেশ। 

১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে একুশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস হিসাবে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয়ে আসছে। এ দিনটি শুধু আমাদের জাতীয় শহীদ দিবস নয়, এটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। 

২০০০ সাল থেকে এই দিনটি সারা বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ওয়ার্ডব্রীজ স্কুলের শিক্ষার্থীরা গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করছে। 

আসুন, আমরা সবাই মিলে এই দিনটিকে আরও অর্থবহ করে তুলি—ভাষা ও সংস্কৃতির সুরক্ষা এবং বিকাশে নিবেদিত হই।

আইএ