হাইকোর্টের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৩:০৫ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: ক্রাফট ইনস্ট্রাক্টরদের দায়ের করা একটি রিট আবেদন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ রোববার (১৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট প্রাঙ্গণের মাজার গেটের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের ব্যানারে স্পষ্টভাবে লেখা রয়েছে—“ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিট বাতিল করো”।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজই হাইকোর্টে ওই রিটের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ প্রেক্ষিতেই 'কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ' এর ব্যানারে তারা হাইকোর্ট এলাকায় অবস্থান করছেন।

এর আগে গতকাল শনিবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই কর্মসূচির ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, তাদের এই কর্মসূচি কেবল রিট বাতিলের দাবিতেই সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে ছয় দফা দাবি যুক্ত থাকবে, যা আজকের কর্মসূচিতে উপস্থাপন করা হবে।

শুধু কেন্দ্রীয় কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয় এই আন্দোলন। একই সময়ে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

শিক্ষার্থীরা বলছেন, তারা শান্তিপূর্ণ ও যুক্তিসঙ্গত দাবির পক্ষে রাজপথে নেমেছেন, এবং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রতিক্রিয়া প্রত্যাশা করছেন।

এসআই