সাত কলেজে নতুন বিশ্ববিদ্যালয়, ক্লাস হবে হাইব্রিডে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০২:৪৬ পিএম

ঢাকার সাতটি সরকারি কলেজের জন্য প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’-এ শিক্ষা কার্যক্রম চলবে ‘হাইব্রিড মডেল’-এ। এতে ৪০ শতাংশ ক্লাস হবে অনলাইনে এবং ৬০ শতাংশ সশরীরে, তবে সব পরীক্ষা নেওয়া হবে সশরীরে।

আজ সোমবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মজিবর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ, সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস।

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম চার সেমিস্টার পড়বেন নন-মেজর কোর্সে, পরবর্তী চার সেমিস্টার পড়বেন মেজর বিষয়ে। পঞ্চম সেমিস্টারে নির্দিষ্ট শর্তসাপেক্ষে ডিসিপ্লিন পরিবর্তন করা গেলেও ক্যাম্পাস পরিবর্তন করা যাবে না।

বিশ্ববিদ্যালয়টি গঠিত হবে চারটি স্কুলভিত্তিক কাঠামোয়: স্কুল অব সায়েন্স: ঢাকা কলেজ, ইডেন কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ ও বিজনেস: সরকারি তিতুমীর কলেজ, স্কুল অব ল অ্যান্ড জাস্টিস: কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

বর্তমান কলেজগুলোর উচ্চমাধ্যমিক কার্যক্রম ও শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা বহাল থাকবেন। বিশ্ববিদ্যালয় স্তরের পাঠদানের জন্য নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী। চলতি বছরের মধ্যেই অধ্যাদেশ জারি করা হবে বলে আশা করা হচ্ছে। তবে এবারের ভর্তি কার্যক্রম বিদ্যমান নিয়মেই চলবে।

সাতটি কলেজ ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এরপর থেকেই নিয়মিত পরীক্ষাসহ নানা দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। আট বছরে ছোট ছোট সমস্যাগুলো পুঞ্জীভূত হয়ে বড় সংকটে রূপ নেয়। চলতি বছরের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজগুলোকে আবারও আলাদা করার সিদ্ধান্ত জানায়। সেই ধারাবাহিকতায় এই নতুন বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নেয় সরকার।

ওএফ